বিবরণ
-
মসজিদের ধরণসুন্নী
-
মসজিদের স্থাপিত সময়কাল১৯৫৮
-
মসজিদের সম্মানিত খতিব/ইমাম সাহেবমাওলানা মুশফিকুর রহমান (ইমাম ইসলামপুর জামে মসজিদ)
-
প্রত্নতত্ব বিষয় / ধরনঐতিহাসিক
-
মসজিদের ওয়েবসাইটhttps://mosquesofbangladesh.xyz/
মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস
ইসলামপুর জামে মসজিদ | Islampur jame Masjid mosques of bangladesh, stay in sylhet. visit now: mosquesofbangladesh.xyz
১৮৪৪ শতকে মানুষের প্রয়োজনের তাগিদে সবার সম্মতি ক্রমে এই গ্রামের পশ্চিম-পাড়ায় একটি জামে মসজিদ স্থাপন করা হয়,
যার নাম দেওয়া হয় ইসলামপুর জামে মসজিদ। ইসলামপুর জামে মসজিদ | Islampur jame Masjid mosques of bangladesh
সে সময়ে পার্শ্ববর্তী গ্রাম সৈয়দপুর ব্যতীত অন্য কোন গ্রামে মসজিদ ছিল না।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, এই মসজিদের নামানুসারেই গ্রামের নামকরণ হয়। তবে এখানে দ্বিমতও রয়েছে।