বিবরণ
-
মসজিদের ধরণসুন্নী
-
মসজিদের স্থাপিত সময়কাল১৫১৩
-
দৈর্ঘ ☓প্রস্থ২১ ফুট ৬ ইঞ্চি
-
প্রত্নতত্ব বিষয় / ধরনঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুঘল স্থাপনা
-
মসজিদের প্রতিষ্ঠাতাসুলতান আলাউদ্দিন হোসেন
-
গম্বুজ সংখ্যা৪ টি
-
মিনার১টি
-
স্থাপত্যশৈলীইসলামি স্থাপত্য
-
মসজিদের ওয়েবসাইটhttps://mosquesofbangladesh.xyz/
মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস
Uchail Shankarpasha Shahi Jame Mosjid | উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ
Location: 8925+WGP
উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ, যা পঞ্চদশ শতাব্দীতে নির্মিত হয়।
অবস্থান
এই শাহী মসজিদটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের শংকরপাশা গ্রামে অবস্থিত।
Uchail Shankarpasha Shahi Jame Mosjid
bangladesher masjid, all mosques of bangladesh, বাংলাদেশের মসজিদ সমূহ
ইতিহাস
উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় যে, ১৫১৩ সালে নির্মাণ কাজ সমাপ্ত হওয়া এই মসজিদটি নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা শাহ মজলিশ আমিন; মসজিদের পাশেই আছে তার মাজার।
কালের বিবর্তনে এক সময় মসজিদ সংলগ্ন এলাকা বিরান ভূমিতে পরিণত হয়ে জঙ্গলবেষ্টিত হয়ে পড়লেও পরবর্তীকালে এলাকায় জনবসতি গড়ে উঠলে জঙ্গলে আবাদ করতে গিয়ে বের হয়ে আসে মসজিদটি।
বিবরণ
এটি একটি এক চালা ভবন। ভবনটি দৈর্ঘ্য ও প্রস্থ একই মাপের, যা ২১ ফুট ৬ ইঞ্চি। এর সম্মুখের বারান্দাটির প্রস্থ তিন ফুটের সামান্য বেশি। এতে চারটি গম্বুজ রয়েছে; মূল ভবনের উপর একটি বিশাল গম্বুজ এবং বারান্দার উপর রয়েছে তিনটি ছোট গম্বুজ।
মসজিদটিতে মোট ১৫টি দরজা ও জানালা রয়েছে যা পরস্পর সমান আকৃতির প্রায়।
পূর্ব-উত্তর-দক্ষিণ - এই তিন দিকের দেয়ালের পুরুত্ব প্রায় পাঁচ ফুট এবং পশ্চিমেরটি প্রায় দশ ফুট। এতে মোট ছয়টি কারুকার্য শোভিত স্তম্ভ আছে প্রধান কক্ষের চারকোণে ও বারান্দার দুই কোণে।
উপরের ছাদ আর প্রধান প্রাচীরের কার্নিশ বাঁকানোভাবে নির্মিত। মসজিদের দক্ষিণ পার্শ্বে একটি বড় দীঘি রয়েছে।