মসজিদে দায়িত্বরত ব্যক্তির যোগাযোগ নং
Mobile: +8801716502660, +8801711346290, +8801753895568
ইতিহাস
২০১৩ সালের জানুয়ারি এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১০০ কোটি টাকা। নির্মাণ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাযের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করার কথা রয়েছে।
স্থাপত্যশৈলী
মসজিদটির ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে।[৪] এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে ২০০টি। প্রত্যেকের উচ্চতা ১৭ ফুট। মূল মসজিদের চার কোণায় রয়েছে ৪টি মিনার। প্রত্যেকের উচ্চতা ১০১ ফুট। পাশাপশি ৮১ ফুট উচ্চতার আরও চারটি মিনার আছে। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত, যার উচ্চতা ৪৫১ ফুট। মসজিদটি দৈর্ঘ্যে ১৪৪ ফুট ও প্রস্থে ১৪৪ ফুট। মসজিদটিতে একসঙ্গে প্রায় ১৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালের টাইলসে পূর্ণ কোরআন শরিফ অঙ্কিত রয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হবে ৫০ মণ পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে বানানো হবে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে।
মসজিদ কমপ্লেক্স
১৫ বিঘা জমির ওপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত। মিহরাবের পাশে মৃতদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে। এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন, যেখানে থাকবে দুঃস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুঃস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা।
South Pathalia Jhawail, Chatutia Rd, 1991
Mobile: +8801716502660, +8801711346290, +8801753895568
Event Name | ENG & AH Date | Event Name | ENG & AH Date |
---|---|---|---|
Isra' Mi'raj | 27 January 2025 | 27 Rajab 1446 AH | Nisfu Sha'ban | 14 February 2025 | 15 Sha'ban 1446 AH |
Ramadan | 01 March 2025 | 1 Ramadan 1446 AH | Nuzul-al Qur'an | 17 March 2025 | 17 Ramadan 1446 AH |
Laylat al-Qadr | 27 March 2025 | 27 Ramadan 1446 AH | Eid ul-Fitr | 31 March 2025 | 1 Shawwal 1446 AH |
Wuquf in 'Arafa (Hajj) | 05 June 2025 | 9 Dhul-Hijjah 1446 AH | Eid ul-Adha | 06 June 2025 | 10 Dhul-Hijjah 1446 AH |
Days of Tashriq | 07 June 2025 | 11, 12, 13 Dhul-Hijjah 1446 AH | Islamic New Year | 26 June 2025 | 1 Muharram 1447 AH |