বিবরণ
-
মসজিদের ধরণসুন্নী
-
মসজিদের স্থাপিত সময়কাল১৯৬০
-
মসজিদের সম্মানিত খতিব/ইমাম সাহেবহাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান
-
প্রত্নতত্ব বিষয় / ধরনঐতিহাসিক
-
মসজিদের ওয়েবসাইটhttps://mosquesofbangladesh.xyz/dhaka/baitul-mukarram-national-mosque-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af/
মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস
ইতিহাস
আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণক্ষমতাসহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। ১৯৫৯ সালে ‘বায়তুল মুকাররম মসজিদ সোসাইটি’ গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য ৮.৩০ একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্যকেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল। যা 'পল্টন পুকুর' নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে ২৭ জানুয়ারি ১৯৬০ সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্ভোধন করেন।
সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হুসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবার পর শুক্রবার, ২৫ জানুয়ারি ১৯৬৩ সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়।
১৯৭৫ সালের ২৮ মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদটি আটতলা। নিচতলায় রয়েছে বিপণিবিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়।
২০০৮ সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
খতিবদের তালিকা
১ মাওলানা আব্দুর রহমান কাশগরি (জন্ম: ১৯১২ সন - ইন্তেকাল : ১৯৭১ সন)
২ মাওলানা ক্কারী উসমান মাদানী ( ইন্তেকাল : ১৯৬৪ সন )
৩ মুফতী সাইয়্যেদ মুহাম্মদ আমীমুল ইহসান বারকাতী (জন্ম: ১৯১১ সন - ইন্তেকাল : ১৯৭৪ সন)
৪ মুফতি মাওলানা আব্দুল মুইজ ( জন্ম : ১৯১৯ সন - ইন্তেকাল : ১৯৮৪ সন )
৫ মাওলানা উবায়দুল হক ( জন্ম: ১৯২৮ সন - ইন্তেকাল : ২০০৭ সন)
৬ হাফেজ মুফতি মোহাম্মদ নূরুদ্দীন (জন্ম: ১৯৫৪ সন - ইন্তেকাল : ২০০৯ সন) ভারপ্রাপ্ত
৭ প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন ( জন্ম: ১৯৪৪- ইন্তেকাল: ২০২২ সন )
৮ রুহুল আমিন
সর্বশেষ হালনাগাদকরণ: ৩১ মার্চ ২০২২