বিবরণ
-
মসজিদের ধরণসুন্নী
-
মসজিদের স্থাপিত সময়কাল১৬৭৪
-
দৈর্ঘ ☓প্রস্থআনুমানিক ৬২৫.৯৭ ফুট²
-
প্রত্নতত্ব বিষয় / ধরনঐতিহাসিক, মুঘল স্থাপনা
-
মসজিদের প্রতিষ্ঠাতাজবরদস্ত খাঁ (মনু মিয়া)
-
গম্বুজ সংখ্যা৩ টি
-
মুসল্লি ধারণক্ষমতা৬০/৭০ জন
-
মিনার৬ টি
-
স্থাপত্যশৈলীইসলামি স্থাপত্য
-
মসজিদের ওয়েবসাইটhttps://mosquesofbangladesh.xyz/
মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস
মনু মিয়া মসজিদ বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
অবস্থান
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পশ্চিম শোলকাটা গ্রামে মসজিদটি অবস্থিত।
ইতিহাস
মসজিদের সামনে লাগানো একটি প্লেট
আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে মনু মিয়া কর্তৃক মসজিদ নির্মাণ করা হয়। মনু মিয়ার আসল নাম ছিল জবরদস্ত খাঁ। মুঘল আমলের শেষের দিকে জবরদস্ত খাঁ (মনু মিয়া) এই মসজিদ নির্মাণ করেন।
অবকাঠামো ও স্থাপত্য
তিন গম্বুজ বিশিষ্ট মনু মিয়া মসজিদ, মাঝখানের গম্বুজটি বেশ বড় দুপাশে দুইটি ছোট গম্বুজ রয়েছে। এছাড়া চারকোণায় চারটি মিনার ও প্রবেশদ্বারে দুইটি সহ মোট ছয়টি মিনার বিদ্যমান। এই মসজিদের প্রবেশদ্বারের ডান দিকে একটি নামফলকে মনু মিয়ার সংক্ষিপ্ত জীবনী লেখা আছে। মসজিদ এর সামনে বিশাল একটা দীঘি আছে যেটিও মনু মিয়ার দীঘি নামে পরিচিত, মসজিদ এর মূল নকশা ও সৌন্দর্য বর্তমানেও প্রায় আগের মতোই আছে। মসজিদ এর ভিতর মূল নামাজ ঘরে তিন কাতারে প্রায় ৬০/৭০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন।