মসজিদ পাবলিশ এন্ড কপিরাইট পলিসি (মে-২০২৩)
- মসজিদ সাবমিট ফর্মে আব্যশিক ফিল্ড গুলো দিতে হবে।
- মসজিদ এর প্রতিটি ছবি আপনার নিজের ডিভাইসে (মোবাইল) এর মাধ্যমে তুলে পোষ্ট করতে হবে।
- লোগো এর জায়গায় মসজিদের সামনে গেট এর ছবি আপলোড করতে হবে।
- গ্যালারী তে ৩টির বেশী ছবি আপলোড করতে পারবেন না।
- মসজিদের আযান অবশ্যই রেকর্ড করে আপলোড করতে হবে।
- মসজিদের সঠিক অবস্থান লিখিত করতে হবে। মোবাইলের লোকেশন চালু করে মসজিদের সামনে গিয়ে আপলোড করার সময় ম্যাপ এর গোল বাটন ক্লিক করতে অটো লোকেশন পেয়ে যাবে।
- একই মসজিদ একবার ই পোষ্ট করা সম্ভব।
- অন্য কোনো সোর্স থেকে ছবি দিলে সেখানে ছবির ক্রেডিট দিতে হবে।
- অবশ্যই একাউন্ট করে মসজিদ আপলোড করতে হবে।
- প্রকাশিত মসজিদ কপিরাইট অথবা অসদুপায়ের জন্য প্রকাশ করা হলে তা সকল যায়গা থেকে বাদ দেয়া হবে।
- একই মসজিদ একবার কিংবা তার অধিক প্রকাশিত হলে পূর্বের প্রকাশিত মসজিদ রেখে পরবর্তি সময়ের প্রকাশিত মসজিদসমূহ মুছে ফেলা হবে। (শর্ত সাপেক্ষে)
- VERIFIED AUTHOR (ভিআইপি কার্ড) নেবার ক্ষেত্রে অবশ্যই প্রকাশক কে নূন্যতম ২০ টি মসজিদ প্রকাশ করতে হবে।
বিঃদ্রঃ- মসজিদ পাবলিশারকে বিনা নোটিশ ব্যতীত কোনো মসজিদ রিমুভ করা অথবা তার প্রকাশিত মসজিদ ডিলিট করা হবে নাহ।